দিলীপ চন্দ, ফরিদপুর : পুলিশকে তার দায়িত্ব পালন এর সুবিধার্থে ও সহযোগিতায় একটা পিকআপ প্রদান করল কানাইপুর ব্যবসায়ী সমিতি ও বিসিক।

আজ সোমবার সকালে পুলিশ সুপার মোহাম্মদ আলিমুজ্জামান বিপিএম-সেবা এর কাছে মুক্ত গাড়ির চাবি হস্তান্তর করেন কানাইপুর ব্যবসায়ী সমিতি ও বিসিকের নেতৃবৃন্দ ।

এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এডভোকেট শামসুল হক ভোলা, অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা, ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল জলিল, কানাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফকির মোহাম্মদ বেলায়েত হোসেন, কানাইপুর বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ও ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি সাইফুল আলম কামাল, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জুলফিকার আলী মিনু, কানাইপুর ইউনিয়ন পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক অসিত কুমার কুন্ডু, জেলা ট্রাফিক ইনস্পেক্টর তুহিন লস্কর প্রমূখ। এছাড়া ফরিদপুর জেলা পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।

(ওএস/এসপি/ডিসেম্বর ২৭, ২০২১)