৪৩ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা
কেন্দুয়ায় প্রথম হল হুমায়ূন আহমেদের শহিদ স্মৃতি বিদ্যাপীঠ
সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া : নেত্রকোণার কেন্দুয়া উপজেলা প্রশাসনের আয়োজনে ২ দিন ব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২১ বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়। এতে বিজ্ঞান ও প্রযুক্তি ব্যবহার করে আধুনিক খামার উপস্থাপন করে করে প্রথম স্থান অধিকার করেছে নন্দিত কথা সাহিত্যিক প্রয়াত হুমায়ুন আহম্মেদের হাতে গড়া প্রতিষ্ঠান শহিদ স্মৃতি বিদ্যাপীঠ।
সোমবার দুপুরে উপজেলা পরিষদ অডিটরিয়ামে পুরষ্কার বিতরনি ও সমাপনী অনুষ্ঠানে বিদ্যাপীঠের শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিরা। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন ভূঞা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সাইফুল আলম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আজহারুল আলম, উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা তারিক আজিজ ও কেন্দুয়া সরকারি কলেজের প্রভাষক আবুল বাশার।
মেলায় বিভিন্ন প্রতিষ্ঠানের ২০টি স্টল স্থান পায়। এর মধ্যে প্রথম শহিদ স্মৃতি বিদ্যাপীঠ, দ্বিতীয় কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয় এবং তৃতীয় সায়মা শাহজাহান একাডেমি। মেলায় সব প্রতিষ্ঠানকে সম্মাননা স্মারক দেয়া হয়।
(এসবি/এসপি/ডিসেম্বর ২৭, ২০২১)
