কেন্দুয়ায় ইউপি নির্বাচনে ১১৭টি কেন্দ্রের জন্য আনসার ভিডিপির সদস্য নিয়োগ শুরু
সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া : যাচাই বাছাই করে প্রকৃত প্রশিক্ষনার্থীদেরকে আগামী ৫ জানুয়ারি অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনে ১১৭টি কেন্দ্রে দায়িত্ব পালনের জন্য আনসার ভিডিপির সদস্য নিয়োগ করা হচ্ছে। জানা যায়, প্রতি কেন্দ্রে ১ জন পিসি, ১ জন এপিসি, ৮ জন আসনার ও ৭ জন ভিডিপির সদ্যস দায়িত্ব পালনের জন্য নিয়োগ দেয়া হচ্ছে।
বিপুল সংখ্যক লোকের অংশ গ্রহণের মাধ্যমে এ নিয়োগ কার্যক্রমে উপস্থিত ছিলেন, কেন্দুয়া উপজেলা প্রশিক্ষক প্রবীর কুমার গাঙ্গুলী, পূর্বধলা উপজেলা প্রশিক্ষক মোর্শেদ আলম, মোহনগঞ্জ উপজেলা প্রশিক্ষক নূর মোহাম্মদ ও কেন্দুয়া উপজেলা প্রশিক্ষক ফাতেমা বেগম।
কেন্দুয়া উপজেলা প্রশিক্ষক প্রবীর কুমার গাঙ্গুলী জানান, যদি কেন্দুয়া থেকে ১ হাজার ৯শ ৮৯ জন আনসার ভিডিপির সদস্য নিয়োগ করা না যায় সে ক্ষেত্রে বাইরের উপজেলা থেকে সদস্য নিয়ে শূন্যস্থান পূরণ করা হবে। তিনি বলেন, যাদের প্রশিক্ষন আছে এবং যারা দায়িত্ব পালন করতে সক্ষম কেবল তাদেরকেই নিয়োগ দেয়া হচ্ছে। নিয়োগের ক্ষেত্রে কোন সুপারিশ গ্রহণযোগ্য হবে না।
(এসবি/এসপি/ডিসেম্বর ২৭, ২০২১)
