সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া : আগাম ৫ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ৫ম ধাপে কেন্দুয়ার ১৩টি ইউনিয়নের ইউনিয়ন পরিষদ নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে নৌকা প্রতীকে ১৩ জনকে মনোনয়ন দিয়েছে বাংলাদেশ আওয়ামীলীগের ও দলীয় মনোনয়ন বোর্ড। নেত্রকোণার কেন্দুয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আব্দুল কাদির ভূঞা ও সাধারন সম্পাদক পৌর মেয়র মোঃ আসাদুল হক ভূঞা স্বাক্ষরিত এক পত্রে ১৫ জনকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের জন্য দলের গঠনতন্ত্র মোতাবেক সাময়িক ভাবে আওয়ামীলীগ থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাদেরকে স্থায়ী ভাবে বহিস্কারের জন্য ওই সিদ্ধান্ত নেত্রকোণা জেলা আওয়ামীলীগের মাধ্যমে বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটি বরাবর রোববার বিশেষ মাধ্যমে চিঠি প্রেরণ করা হয়েছে। 

বহিস্কৃত নেতাদের মধ্যে রয়েছেন, আশুজিয়া ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী কেন্দুয়া উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ আবু তাহের, চেয়ারম্যান প্রার্থী বর্তমান চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য মোঃ রফিকুল ইসলাম, দলপা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামীলীগের প্রাথমিক সদস্য মোঃ আমিনুর রহমান খান পাঠান, গন্ডা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ সিরাজুল ইসলাম, চেয়ারম্যান প্রার্থী ইউনিয়ন আওয়ামীলীগের প্রাথমিক সদস্য মোঃ শহিদুল ইসলাম আকন্দ, বলাইশিমুল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী কেন্দুয়া উপজেলা আওয়ামীলীগের সদস্য মোঃ ফজলুর রহমান, চেয়ারম্যান প্রার্থী ইউনিয়ন আওয়ামীলীগের প্রাথমিক সদস্য মোঃ ইয়ার খান, নওপাড়া ইউনিয়ন আওয়ামলীগের চেয়ারম্যান প্রার্থী বর্তমান চেয়ারম্যান, ইউনিয়ন আওয়ামীলীগের প্রাথমিক সদস্য মোঃ শফিকুল ইসলাম, নওপাড়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ইউনিয়ন আওয়ামীলীগের প্রাথমিক সদস্য মোঃ সারোয়ার জাহান কাউসার, কান্দিউড়া ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য চেয়ারম্যান প্রার্থী মোঃ মাহবুব আলম বাবুল, চিরাং ইউনিয়ন আওয়ামীলীগের প্রাথমিক সদস্য চেয়ারম্যান প্রার্থী মোস্তাক আহম্মেদ, রোয়াইলবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী বর্তমানে চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক এস.এম. ইকবাল রুমি, রোয়াইলবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মোঃ লুৎফুর রহমান আকন্দ, পাইকুড়া ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য বতর্মান চেয়ারম্যান, চেয়ারম্যান প্রার্থী মো হুমায়ুন কবীর চৌধুরী ও পাইকুড়া ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য চেয়ারম্যান প্রার্থী মোঃ রফিকুল ইসলাম খান।

(এসবি/এসপি/ডিসেম্বর ২৭, ২০২১)