অপু উকিলের প্রচারণায় কেন্দুয়ায় নৌকার গণজোয়ার
সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া : আগামী ৫ জানুয়ারি অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক সাবেক এম.পি অধ্যাপক অপু উকিলের দিন রাত প্রচারণায় নেত্রকোনার কেন্দুয়া উপজেলার ১৩টি ইউনিয়নে নৌকার গণজোয়ার সৃষ্টি হয়েছে। সব ভেদাভেদ ভুলে গিয়ে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উজ্জ্বীবিত হচ্ছেন। তারা কোমড় বেধে মাঠে নেমেছেন। তাদের সবার এক কথা স্বাধীনতার প্রতীক নৌকা, উন্নয়নের প্রতীক নৌকাকে আগামী ৫ জানুয়ারির নির্বাচনে বিজয়ী করতেই হবে। ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগের উদ্যোগে নৌকা মার্কার প্রার্থীদের বিজয় নিশ্চিত করার লক্ষে দিন রাতে অনুষ্ঠিত হচ্ছে বিভিন্ন ইউনিয়নে পথসভা। সে সব পথসভায় দলীয় নেতাকর্মীরা শপথ নিচ্ছেন আমরা সবাই মুজিব সেনা নৌকা ছাড়া ভোট দেবনা।
গত সোমবার ও মঙ্গলবার কেন্দুয়া উপজেলার মোজাফরপুর ইউনিয়নের বড়তলা বাজার ও গগডা বিকাল বাজারে নৌকার মনোনীত প্রার্থী মুহাম্মদ জাকির আলম ভূঞা আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অধ্যাপক অপু উকিল।
মঙ্গলবার বিকালে মাসকা ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত নৌকার মনোনীত প্রার্থী আঃ ছালাম বাঙ্গালীর বিজয় নিশ্চিত করার লক্ষে মাসকা বাজারে পথসভায় সভাপতিত্ব করেন, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুর রহমান খান পাঠান। এ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, অধ্যাপক অপু উকিল।
তিনি বরেন, নৌকার বিরুদ্ধে কোন ষড়যন্ত্র সহ্য করা হবে না। যারাই নৌকার বিরুদ্ধে ষড়যন্ত্র করবেন, তারাই বঞ্চিত হবেন উন্নয়ন থেকে বঞ্চিত হবেন দল থেকে।
এ সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি, এডভোকেট আব্দুল কাদির ভূঞা, সাধারণ সম্পাদক পৌর মেয়র মোঃ আসাদুল হক ভূঞা, যুগ্ম সাধারন সম্পাদক কামরুল হাসান ভূঞা, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক শহিদুল হক ফকির বাচ্চু, তথ্য ও গবেষনা সম্পাদক মুস্তাফিজুর রহমান বকুল, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম জহির, নেত্রকোণা জেলা পরিষদ সদস্য সাবেক যুবলীগ নেতা মুস্তাফিজুর রহমান সেলিম, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি সুলতানা পারভিন পপি প্রমুখ।
সভায় বক্তাগণ বলেন, মাসকা ইউনিয়নে চারিদিকে নৌকার গণজোয়ার উঠেছে, এই গণজোয়ারকে ধরে রেখে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে।
(এসবি/এসপি/ডিসেম্বর ২৮, ২০২১)
