বাঁশখালীতে অন্যের জমির গাছ কেটে প্রতিপক্ষের ঘর নির্মাণ!

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কালীপুরে এক সংখ্যালুঘু পরিবারের জমি দখল করে তাদের ফলজ গাছ কেটে ঘর নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে গত ২৬ ডিসেম্বর থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। যার জিডি নং ১২০৫।
অভিযুক্তরা হলেন-বাঁশখালী উপজেলার কালীপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের চৌধুরী বাড়ির বিজয় দত্ত, চন্দন দত্ত, গায়েত্রী দত্তসহ অজ্ঞাতনামা ৪০-৫০ জন। ভুক্তভোগী একই গ্রামের মৃত বিকাশ দত্তের ছেলে রাজীব দত্ত।
রাজীব দত্তের অভিযোগ, বিবাদী পক্ষ জোরপূর্বক ফলজ গাছ কেটে তার জমি দখল করে ঘর নির্মাণ করছেন। প্রতিপক্ষরা প্রচলিত আইন-কানুনের কোনো ধার ধারেন না। অন্যের সম্পত্তির ওপর অন্যায়ভাবে চাপ প্রয়োগ করে দখল বেদখলই তাদের নেশা।
অভিযোগে আরও বলা হয়, গত ৬ ডিসেম্বর রাজীবের বাড়িতে বিবাদীপক্ষের ৪০-৫০ জন লোক দেশীয় অস্ত্রশস্ত্র সঙ্গে নিয়ে তাদের ১০-১২ টি গাছ বড় ফলজ গাছ কেটে নিয়ে যায়। তারপর জোর পূর্বক জমি দখল করে তিন তলা ঘর নির্মাণ করার চেষ্টা করেন।
এ বিষয়ে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন বলেন, সাধারণ ডায়েরিতে যে অভিযোগ করা হয়েছে। তা থানার একজন অফিসার তদন্ত করছেন। অবশ্যই আইনি ব্যবস্থা নেওয়া হবে।"
(জেজে/এএস/ডিসেম্বর ২৯, ২০২১)