দিলীপ চন্দ, ফরিদপুর : ফরিদপুর জেলা ক্রীড়া অফিস কর্তৃক আয়োজিত বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২১-২০২২ এর আওতায় মধুখালী উপজেলার মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে স্কুল পর্যায়ের ছেলেদের তিন দিনব্যাপী টি-টেন ক্রিকেট প্রতিযোগিতা ২৮ ডিসেম্বর ২০২১ তারিখে সমাপ্ত হয়েছে।

উক্ত প্রতিযোগিতায় উপজেলার ৮টি শিক্ষা প্রতিষ্ঠানের ছেলেরা অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় গাজনা পূর্নচন্দ্র বহুমুখী উচ্চ বিদ্যালয়, মধুখালী, ফরিদপুর চ্যাম্পিয়ন ও সৈয়দ আবু জাফর উচ্চ বিদ্যালয়, মধুখালী, ফরিদপুর রানার আপ হওয়ার গৌরব অর্জন করে। মোঃ আশিকুর রহমান চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার, মধুখালী, ফুরিদপুর এর সভাপতিত্বে মোঃ শহীদুল ইসলাম, চেয়ারম্যান, উপজেলা পরিষদ, মধুখালী, ফুরিদপুর প্রধান অতিথি হিসেবে উপস্হিত থেকে পুরস্কার বিতরণ করেন। বিশেষ অতিথি উপস্হিত ছিলেন মোঃ মুরাদুজ্জামান মুরাদ ও মোর্শেদা আক্তার মিনা, ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদ, মধুখালী, ফরিদপুর। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মো. সাহিন সুলতান রাজা, জেলা ক্রীড়া অফিসার, ফরিদপুর। এ সময় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী, ছাত্র-ছাত্রী ও দর্শকবৃন্দ উপস্হিত ছিলেন।

(ডিসি/এসপি/ডিসেম্বর ২৯, ২০২১)