আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা রাজ্যের এক ব্যক্তি তার মেয়েসহ মেয়ের ছয় সন্তানকে গুলি করে খুন করেছেন। গতকাল বৃহস্পতিবার মেয়ের বাড়িতে বসেই এই গণহত্যা করেন তিনি।

পুলিশ জানিয়েছে ডন চার্লস(৫১) নামের ওই ব্যক্তিকে তারা সনাক্ত করতে পেরেছেন। খুন হওয়া ছয় সন্তানের মধ্যে ছোট জনের বয়স মাত্র তিন মাস। আর সবচেয়ে বড় জনের বয়স ১০ বছর।

পুলিশ ঘটনাস্থলে যেয়ে নিহতদের লাশ পড়ে থাকতে দেখে। তবে পুলিশের উপস্থিতি টের পাওয়া মাত্র ওই লোক গুলি করে আত্মহত্যা করেন। লোকটি কেন সাতজনকে খুন করে নিজে আত্মহত্যা করেছেন, তার কারণ এখনো উদঘাটন করতে পারেনি পুলিশ।

এই হত্যাকাণ্ড এমন এক সময়ে ঘটল, যখন যুক্তরাষ্ট্রে সাধারণ মানুষের কাছে অস্ত্র রাখার ব্যাপারে নানা আলোচনা-সমালোচনা হচ্ছে।

গতমাসে নয় বছর বয়সী এক স্কুলপড়ুয়া মেয়ে তার গৃহশিক্ষককে নিজেদের বন্দুক দ্বারা গুলি করে মেরে ফেলেন। পরে জানা যায়, অস্ত্রের নিয়ন্ত্রণ হারিয়ে মেয়েটি এই কাজ করে বসে।

এছাড়া গত এক মাসে দেশটিতে শতাধিক ব্যক্তি নিজের কাছে থাকা অস্ত্র দিয়ে খুনের কাণ্ড ঘটিয়েছেন।

(ওএস/অ/সেপ্টেম্বর ১৯, ২০১৪)