আলাউদ্দিন হোসেন’র কবিতা

নতুন প্রভাত
পুরাতনকে বিদায় দিয়ে
আসছে নতুন আলো
নতুন আলো আসছে আবার
বিদায় দিয়ে অন্ধকার ও কালো।
জীর্ণতাকে ঠেলে দিয়ে
নতুন প্রভাতের ডাক
আহবানে নতুন আলো
রাখতে কাধে কাধ।
শত্রুতাকে ভুলে গিয়ে
নতুন আলোর সুর
নতুন আলোর আহবান আজ
দূর থেকে বহুদূর।