সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া : কেন্দ্রীয় কমিটির অনুমোদন পেল ইমারত নির্মান শ্রমিক ইউনিয়ন কেন্দুয়া উপজেলা শাখা। গত ২৩ ডিসেম্বর কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ রবিউল ইসলাম ও সাধারন সম্পাদক মোঃ আঃ রাজ্জাক ২৭ সদস্য বিশিষ্ট্য ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ কেন্দুয়া উপজেলা শাখা (ইনসাফ) রেজি- বি ১৯৭১ স্বাক্ষরীত এক পত্রে অনুমোদন দেয়া হয়।

এই কমিটি ২০২৩ সালের ২২ ডিসেম্বর পর্যন্ত ২ বছর মেয়াদের জন্য সাংগঠনিক কর্মকান্ড পরিচালনা করবে। কার্যকরি কমিটির মধ্যে রয়েছে, সভাপতি মোঃ মতি মিয়া, কার্যকরি সভাপতি মোঃ রুবেল ভূঞা, সহ সভাপতি মোঃ নাজিম উদ্দিন, সহ সভাপতি মোঃ রুকন উদ্দিন, সহ সভাপতি মোঃ আবুল কাশেম, সহ সভাপতি মোঃ ফরিদ মিয়া, সাধারন সম্পাদক মোঃ আব্দুল আওয়াল, যুগ্ম সম্পাদক মোঃ আলী হোসেন, যুগ্ম সম্পাদক মোঃ আক্তার হোসেন, সহ-সাধারন সম্পাদক শ্রীকান্ত বিশ্বশর্মা, সহ সাধারন সম্পাদক মোঃ আরিফ আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক মোঃ তোতন মিয়া, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ আক্কাছ, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ কাদির মিয়া, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ রয়েল মিয়া, অর্থ সম্পাদক মোঃ মোখলেছ তালুকদার, শ্রম ও দর কসাকসি বিষয়ক সম্পাদক মন্টু চন্দ্র সূত্রধর, শিক্ষা ও ও সমাজ কল্যান সম্পাদক মোঃ আবুল হাসেম, দপ্তর সম্পাদক মোঃ আল আমিন (১), প্রচার সম্পাদক মোঃ রফিকুল ইসলাম রিপন, ক্রিড়া সম্পাদক, মোঃ নাজমুল হক, কার্যকরী সদস্য মোঃ সোনা মিয়া, মোঃ আব্দুর রাজ্জাক, মোঃ মতিউর রহমান, মোঃ জাহাঙ্গীর ভূঞা, মোঃ আল আমিন (২) রয়েছেন। সাধারন সম্পাদক মোঃ আব্দুল আউয়াল জানান, অনুমদিত কমিটির অনুলিপি রবিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কাছে হস্তান্তর করেছি। ইউপি নির্বাচনের পর আমাদের কার্যকরী কমিটির অবিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নিতে আমরা সকলের আন্তরিক সহযোগিতা চাই।

(এসবি/এসপি/জানুয়ারি ০২, ২০২২)