মোঃ শান্ত, নারায়ণগঞ্জ সদর : নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন-২০২১ উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২ জানুয়ারি) সকালে নারায়ণগঞ্জের ক্রিস্টাল প্যালেস কমিউনিটি সেন্টার এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।  

প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখার সময় নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম বলেন, আমার জীবনে আমি বহু লাশ দেখেছি আর লাশ দেখতে চাইনা। নির্বাচনকে কেন্দ্র করে কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী যদি লাশের সৃষ্টি করে তাহলে আপনাদের মা-বাবা যতটুকু কষ্ট পাবে ততটুকু হয়তো আমি কষ্ট পারবোনা। কিন্তু কষ্ট আমার প্রচন্ড হবে। এ সময় ভোটারদের উদ্দেশ্যে ইসি আরো বলেন, ভোট আপনারা দিতে আসেন, আপনাদের ভোট আপনারাই দিবেন অন্য কারো ক্ষমতা নাই। আমি কথা দিয়ে যাচ্ছি নারায়ণগঞ্জ বাসী যেন বলতে পারে সিটি কর্পোরেশন নির্বাচনে এই এলাকার ভোটাররা হতাশ না হয়। তাদের ভিতরে ক্ষোভ সৃষ্টি না হয়। তারা যেন বলতে পারে একটি ভালো নির্বাচন দেখেছে।

উক্ত প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে মতবিনিময় সভায় উপজেলা নির্বাচন অফিসার আফরোজা খাতুনের সঞ্চালনায় ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, ঢাকা অঞ্চল, ঢাকা এবং রিটার্নিং অফিসার মাহফুজা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার, বাংলাদেশ নির্বাচন কমিশন মোঃ রফিকুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম পিপিএম (বার), জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মতিয়ুর রহমান সহ প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা উপস্থিত ছিলেন।

(এস/এসপি/জানুয়ারি ০২, ২০২২)