রাণীশংকৈল প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় রবিবার ২ জানুয়ারি জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়।

এ উপলক্ষে এদিন সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয় । পরে উপজেলা হলরুমে ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবিরের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না। বিশেষ অতিথি ছিলেন আ'লীগ সভাপতি অধ্যক্ষ সইদুল হক, সহকারী কমিশনার (ভূমি) ইন্দ্রজিৎ সাহা, পৌর মেয়র মোস্তাফিজুর রহমান, ভাইস চেয়ারম্যান শেফালী বেগম।

এ ছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন কর্মকর্তা, রাজনৈতিক-সামাজিক নেতা,শিক্ষক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। উপজেলা সমাজসেবা কার্যক্রমের প্রতিবেদন তুলে ধরে বক্তব্য দেন সমাজসেবা কর্মকর্তা আব্দুর রহিম।আরো বক্তব্য দেন- উপকারভোগি শামসুদ্দিন, প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম ও মোঃ বিপ্লব, মহিলা লীগ সম্পাদক ফরিদা ইয়াসমিন, বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান প্রমুখ। সঞ্চালনা করেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা সাদেকুল ইসলাম।

এদিকে, একইদিনে বিকেলে সমাজসেবা অফিস প্রাঙ্গণে ২০ জন ভিক্ষুকের মাঝে ২০ টি গরু বিতরণ করেন জেলা প্রশাসক মাহবুবুর রহমান। এসময় উপজেলা চেয়ারম্যান, ইউএনও, পৌর মেয়র, সহকারী কমিশনার( ভূমি),মহিলা ভাইস চেয়ারম্যান, ওসি সহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

(কেএস/এসপি/জানুয়ারি ০২, ২০২২)