ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠিতে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে তেলবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত শিক্ষার্থী আরমান হোসেন আনান ঝালকাঠির সরকারি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র। সে সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়নের ইউপি সদস্য ইসমাইল হোসেন সোহাগের ছেলে। 

মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে শহরের পূর্ব চাঁদকাঠী এলাকার জেলেপাড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রাইভেট পড়া শেষে বাইসাকেলে করে সহপাঠী সানমুনকে নিয়ে শহরের কুতুব নগর এলাকায় বাড়ি ফিরছিলো আরমান। এসময় পেছন দিক থেকে আসা ভান্ডারীয়ার বায়জিত এন্টার প্রাইজের তেলবাহী লড়ি সাইকেলটিকে চাপা দেয়। এতে সাইকেল চালক আরমানের মাথা লড়ির পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। আহত হয় সহপাঠী সানমুন। তবে ঘটনার পর লড়ি চালক পালিয়ে যায়। পুলিশ লড়িটিকে আটক করেছে ।

ময়নাতদন্তের জন্য মরদেহ ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে। ঝালকাঠি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খলিলুর রহমান জানান, লড়িটা আটক করা হয়েছে এবং ছাত্রের মরদেহ ময়না তদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের কাছ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

(এস/এসপি/জানুয়ারি ০৪, ২০২২)