এম এ হীরা, গোয়ালন্দ : রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলায় দৌলতদিয়া ইউনিয়ন এলাকার মধ্যে শীতার্তদের মাঝে নিজস্ব তহবিল থেকে কম্বল বিতরণ করেছেন রাজবাড়ী ১ আসনের এমপি আলহাজ্ব কাজী কেরামত আলী।

গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া মডেল হাইস্কুল মাঠ প্রাঙ্গণে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী ১আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী এমপি।

দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুল হক খান,গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার, জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক আবুল হোসেন সিকদার, জেলা পরিষদের সদস্য ও উপজেলা যুবলীগের সভাপতি ইউনুস মোল্লা,উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী , জেলা মটর চালক লীগের সভাপতি তোফাজ্জল হোসেন তপু,দৌলতদিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোশারফ হোসেন প্রামানিক প্রমুখ। এসময় শীতার্থ মানুষেরা কম্বল পেয়ে এমপি আলহাজ্ব কাজী কেরামত আলীর জন্য দোয়া করেন।

(এইচ/এসপি/জানুয়ারি ০৬, ২০২২)