মোঃ শান্ত, নারায়ণগঞ্জ সদর : নারায়ণগঞ্জ নৌকার ঘাঁটি, এখানে অন্য খেলা খেলার চেষ্টা করবেন না। নৌকার জন্য আমি আমি আগেই থেকেই কাজ করছি। তবে আজকের থেকে সেভাবে নামলাম নৌকাকে বিজয়ী করে ঘরে ফিরবো বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান।

সোমবার (১০ জানুয়ারি) শহরের বাঁধান কমিউনিটি সেন্টারে আয়োজিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন প্রসঙ্গে তিনি এসব মন্তব্য করেন।

তিনি জানান, নারায়ণগঞ্জ নৌকার ঘাটি, নারায়ণগঞ্জ শেখ হাসিনার ঘাটি, নারায়ণগঞ্জ বঙ্গবন্ধুর ঘাটি, নারায়ণগঞ্জ মুক্তিযোদ্ধের স্বপক্ষের ঘাটি, এখানে অন্য খেলা খেলার চেষ্টা করবেন না।

তিনি আরো জানান, আমি পরিস্কার করে বলতে চাই, বিএনপি জামাত বলবে বলুক, তারপর সাথে থেকে যারা বলে সেটা কিন্তু দলের জন্য ক্ষতিকর। এটা প্রার্থীর জন্য ক্ষতিকর নৌকার জন্য ক্ষতিকর। কে প্রার্থী হু কেয়ার কলা গাছ না আম গাছ আমাদের দেখার বিষয় না। আমাদের দেখার বিষয় একটাই এটা আমাদের স্বাধীমতার নৌকা। এটা বঙ্গবন্ধু, শেখ হাসিনার নৌকা এটা আমাদের আত্মত্যাগের নৌকা তাই নৌকা বিরুদ্ধে আমরা যাব না।

তিনি আরো জানান, এখানে আমার আওয়ামীলীগ, যুবলীগ, সেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ মহিলা আওয়ামীলীগ সবাই নৌকার জন্য কাজ করছে। আমি কিন্ত নৌকার জন্য অনেক আগে থেকেই কাজ করছি। কিন্তু নৌকার পক্ষে সরাসরি এখনো নামিনি। কেন মনের মধ্যে একটা কষ্ট ছিল। তবে আজকের থেকে সেভাবে নামলাম নৌকাকে বিজয়ী করে ঘরে ফিরবো।

আইভী প্রসঙ্গে শামীম ওসমান বলেন, ওনি কি বলছেন এটা ওনার ব্যাপার। নির্বাচন করতে গেলে মাথা একটু স্ক্রপ ঢিলা হয়। অল্প লোকের নির্বাচন। আমার রাজপথের ত্যাগী নেতারা এসে নির্বাচন করছেন নৌকার বিজয় হবেই।

(এস/এসপি/জানুয়ারি ১০, ২০২২)