নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জ সদর উপজেলার ধর্মগঞ্জের বুড়িগঙ্গা নদীতে লঞ্চের ধাক্কায় ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মোট ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়।

মঙ্গলবার (১১ জানুয়ারি) সকালে শিশু তাসফিয়ার মরদেহ উদ্ধার করা হয়।

সোমবার (১০ জানুয়ারি) সকালে ৩ জনের মরদেহ ও রবিবার (৯ জানুয়ারি) ৬ জনের মরদেহ উদ্ধার করা হয়। প্রত্যেকটি মরদেহ দুর্ঘটনাস্থলের কাছ থেকেই উদ্ধার করা হয়েছে। এর আগে ৫ জানুয়ারি সকালে এ দুর্ঘটনা ঘটে।

উদ্ধার হওয়া লাশের মধ্যে রয়েছেন- ফতুল্লার চরমধ্যনগর এলাকার সোহেল মিয়ার স্ত্রী জেসমিন আক্তার (৩৫) ও তার বড় মেয়ে তাসমিন আক্তার (২০), ফতুল্লার চর বক্তাবলীর রাজু সরদারের কলেজ পড়ুয়া ছেলে সাব্বির আহমেদ (১৮), বক্তাবলীর হাজীপাড়ার আব্দুল জলিলের মেয়ে জোসনা বেগম (৩৩), ফতুল্লার উত্তর গোপাল নগরের রেকমত আলীর ছেলে আব্দুল মোতালেব (৪২), চর বক্তাবলীর মৃত আক্কাস আলীর ছেলে আওলাদ হোসেন (৩০), তামিম (৮), আব্দুল্লাহ (২৪), শামসুদ্দিন (৬২) ও শিশু তাসফিয়া (২)।

ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের নারায়ণগঞ্জের উপ সহকারি পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ ১০ জনের লাশ উদ্ধার করা হয়েছে।

(ওএস/এএস/জানুয়ারি ১১, ২০২২)