টাঙ্গাইল প্রতিনিধি : দুইদিন পর অর্থাৎ ১৬ই জানুয়ারি টাঙ্গাইলের মির্জাপুর- ৭ আসনে উপ নির্বাচন।  এর মধ্যেই আকস্মিকভাবে প্রত্যাহার হলেন মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রিজাউল হক। তার জায়গায় স্থলাভিষিক্ত হলেন সাবেক নাগরপুর উপজেলার অফিসার ইনচার্জ (ওসি) আলম চাঁদ। 

মির্জাপুর থানার সদ্য বিদায়ী ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রিজাউল হক ২০২১ সালের ৬ই জানুয়ারি মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছিলেন । গত বৃহস্পতিবার ( ১৩ জানুয়ারি) তাকে আকস্মিকভাবে প্রত্যাহার করা হয়।

টাঙ্গাইল-০৭ শুন্য আসনের রিটানিং অফিসার মো. শাহেদুন্নবী চৌধুরী জানান, প্রশাসনিক কারণে তাকে প্রত্যাহার করা হয়েছে।

ওসি মো. রিজাউল হক জানান, বিষয়টি নিয়ে এ মুহূর্তে কিছু জানাতে পারবো ।

এ ব্যাপারে টাঙ্গাইল জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করে বলেন, নির্বাচন কমিশন থেকে মির্জাপুর থানার ওসিকে প্রত্যাহার করা হয়েছে এবং তাকে টাঙ্গাইল পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

(এসএম/এসপি/জানুয়ারি ১৪, ২০২২)