রাজারহাট প্রতিনিধি : কুড়িগ্রামের চরাঞ্চলের স্কুল শিক্ষার্থী প্রায় দেড় হাজার শিশুদের মাঝে সুয়েটার, কম্বল ও করোনা প্রতিরোধের বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। 

রবিবার (১৬ জানুয়ারি) কুড়িগ্রামের ধরলা নদী তীরবর্তী চর হাওর বাওর শহীদ ক্যাপ্টেন বাশার স্কুল প্রাঙ্গনে এই উপকরণ বিতরণ করা হয়।

বেসরকারী উন্নয়ন সংগঠন মুসলিম এইডের সহায়তায় উপকরণ বিতরণে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মুসলিম এইড ইউকের প্রোগ্রাম কোর্ডিনেটর খন্দকার আব্দুল কাদের রাজু, প্রকল্প পরিচালক সুভাষ সরকার, সিনিয়র অফিসার শাহ ওয়ালিউল্লাহ।

উদ্যোগতারা জানান, ধরলা ও ব্রহ্মুপত্রের প্রায় দেড় হাজার স্কুল শিশুকে ১টি হুডি, মাঙ্কি ক্যাপ, মোজা, ভ্যসিলিন, মাস্ক, সাবান, স্যানিটারি ন্যাপকিন, কাপড় কাচার পাউডার, হেক্সিসল দেয়া হয়। এছাড়াও নদী তীরবর্তী ৩৪০ পরিবারকে শীতকালীন ও কোভিট-১৯ প্রতিরোধ প্যাকেজসহ ৩ হাজার নগদ টাকা বিতরণ করা হয়।

(পিএস/এসপি/জানুয়ারি ১৬, ২০২২)