নাটোর প্রতিনিধি : শনিবার সিংড়ায় নাটোর-বগুড়া মহসড়কের দু’ধারের অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে  ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী অফিসার সালমা খাতুনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়া বাসস্ট্যান্ড এলাকাকে যানজটমুক্ত রাখতে শনিবার সড়কের দু’পাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালায়। অভিযানকালে মহাসড়কের দু’পাড়ে অবৈধভাবে গড়ে ওঠা বাসের টিকিট কাউন্টার, চা দোকানসহ অন্তত ৩০টি স্থাপনা উচ্ছেদ করা হয়।

এসময় জামাল হোসেন নামে একজনকে জরিমানা করা হয়েছে। অভিযানকালে সহকারী কমিশনার রফিকুল ইসলাম সহ স্থানীয় বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা খাতুন জানান, সিংড়া বাসস্ট্যান্ড এলাকাকে যানজটমুক্ত রাখতে মহাসড়কের দু’ধারের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।

(এমআর/এএস/সেপ্টেম্বর ২০, ২০১৪ )