এ কে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ীর গোয়ালন্দ থানা এলাকা থেকে ইয়াবা ট্যাবলেট ও নগদ অর্থ সহ মাদক ব্যবসায়ী ব্যবসায়ী মোঃ নান্নু প্রামাণিক (২৫) কে আটক করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। পাবনা জেলার সাঁথিয়া উপজেলাধীন মরিচপুরান এলাকার মৃত আঃ কাদের প্রামাণিকের ছেলে। 

সোমবার (১৭ জানুয়ারি) দিবাগত রাত ৪টা ১৫ মিনিটে গোয়ালন্দঘাট থানা এলাকার রেলস্টেশনের পাশ থেকে তাকে আটক করা হয়।

গোয়ালন্দ ঘাট থানা পুলিশের দেয়া তথ্যমতে, গোপন সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জ স্বপন কুমার মজুমদার এর নেতৃত্বে এএআই(নিঃ), মোঃ শফিউল আলম সঙ্গীয় অফিসার ফোর্সসহ থানা এলাকার দৌলতদিয়া রেলস্টেশনের পাশে রাজধানী আবাসিক হোটেল এন্ড রেস্টুরেন্ট এর সামনে ইটের সলিং রাস্তার উপর অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

এসময় গ্রেপ্তারকৃত আসামীর হেফাজত হতে ২০ পিচ ইয়াবা ট্যাবলেট (আনুমানিক মূল্য ৬০০০/-) ও নগদ ৫১০০০ হাজার টাকা সহ গ্রেফতার করা হয়।

ধৃত আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদে জানাযায়, সে পেশাদার মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন এলাকায় মাদকদ্রব্য বিক্রয় করে আসছে।

উদ্ধারকৃত মাদকদ্রব্য সহ গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় মামলা নং-২১, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১০(ক) রুজু করা হয়েছে।

(একে/এসপি/জানুয়ারি ১৭, ২০২২)