সঞ্জীব কুমার দাস, কাপাসিয়া : গাজীপুরের কাপাসিয়া উপজেলার  টোক এলাকায়  রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বোরোধানের সমলয়ে চাষাবাদের ব্লগ প্রদর্শনী রাইস ট্রান্সপ্লান্টার মেশিনের মাধ্যমে চারা রোপণের শুভ উদ্বোধন  করা হয়। কাপাসিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগের আয়োজনে গতকাল সোমবার বিকেলে উপজেলার টোক নগর এলাকায় কাপাসিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট মো. আমানত হোসেন খান চারা রোপন কর্মসুচি উদ্ভোধন করেন।

কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম গোলাম মোর্শেদ খান এর সভাপতিত্বে উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়া সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি এম.পি, অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুহম্মদ শহীদুল্লাহ, উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান আলহাজ্ব মো. আসাদুজ্জামান আসাদ, মাহবুব উদ্দীন সেলিম,স্থানীয় ইউপিচেয়ারম্যান এম এ জলিল প্রমুখ।

(এসকেডি/এএস/জানুয়ারি ১৮, ২০২২)