নাটোর প্রতিনিধি : রবিবার নাটোরের বাগাতিপাড়া উপজেলার জামনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ নির্বাচন। নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী সমর্থিত আব্দুল কুদ্দুস, বিএনপি সমর্থিত গোলাম রববানী ও জামায়াত সমর্থিত প্রার্থী আবু সুফিয়ান প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচন সুষ্ঠভাবে সম্পন্ন করতে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে স্থানীয় প্রশাসন।

নির্বাচনে ২০ হাজার ২৪২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। এরমধ্যে পুরুষ ভোটার রয়েছে ৯ হাজার ৯৫৩ জন এবং মহিলা ভোটার ১০ হাজার ১৮৯ জন । ৯টি কেন্দ্রে সকাল ৮ টা থেকে বিকেল চারটা পর্যন্ত একটানা ভোট গ্রহন করা হবে।

উল্ল্যেখ্য, জামনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাফিজুর রহমান উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জয়লাভ করলে পদটি শুন্য হয়।

এদিকে জামনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপনির্র্বাচনের কারনে জামায়াতের ডাকা হরতাল শিথিল করা হয়েছে। নির্বাচনের কারনে গোটা বাগাতিপাড়া উপজেলা হরতালের আওতামুক্ত রাখার ঘোষণা দিয়েছে স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ।
বাগাতিপাড়া উপজেলা জামায়াতের আমীর গোলাম মোস্তফা বাগাতিপাড়া উপজেলাকে হরতালের আওতামুক্ত রাখার সত্যতা নিশ্চিত করে জানান,ইতিমধ্যে দলের পক্ষ থেকে স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে।

বাগাতিপাড়া উপজেলা নির্বাহী অফিসার ব্রেন জন চাম্বু গং জানান, নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। নিরাপত্তায় আইন শৃংখলা বাহিনীকে সর্তক রাখা হয়েছে। এছাড়া একটি দলের ডাকা হরতালের আওতামুক্ত রাখার ঘোষনা দিয়ে প্রচার পত্র বিলি করা হয়েছে।

(এমআর/এএস/সেপ্টেম্বর ২০, ২০১৪ )