রাজন্য রুহানি, জামালপুর : সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৬তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়াসহ দুঃস্থদের মধ্যে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছে জেলা বিএনপি।

বুধবার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় স্টেশন বাজার এলাকায় দলীয় কার্যালয়ের সামনে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুনের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি আনিছুর রহমান বিপ্লব, সাংগঠনিক সম্পাদক লোকমান আহমেদ খান লোটন, শফিকুল ইসলাম খান সজিব ও জেলা মৎস্যজীবী দলের সভাপতি মো. আব্দুল হালিম প্রমুখ।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন বলেন, জিয়াউর রহমান বাকশাল ভেঙে দিয়ে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছিলেন। সকল রাজনৈতিক দলের রাজনীতি করার সুযোগ সৃষ্টি করে দিয়েছিলেন। তিনি যদি বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন না করতেন তবে রাজনৈতিক দলগুলো রাজনীতি করার সুযোগ পেতো না।

বিএনপিনেতা শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন আরও বলেন, জিয়াউর রহমান সকল সংবাদপত্রের স্বাধীনতাকে নিশ্চিত করেছিলেন। যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশে কৃষি বিপ্লবের শুভ সূচনা করেছিলেন জিয়াউর রহমান। তিনিই সর্বপ্রথম কৃষিতে আধুনিক যন্ত্রপাতি আনাসহ এক ফসলের দেশকে তিন ফসলের দেশে রূপান্তরিত করেছিলেন।

এ সময় বক্তারা বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জিয়াউর রহমানের সহধর্মিনী, সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি জানান।

আলোচনা শেষে জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত ও খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করা হয়। পরে দুঃস্থদের মধ্যে ৬ 'শ শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।

(আরআর/এএস/জানুয়ারি ১৯, ২০২২)