বিনোদন ডেস্ক : বলিউডের আইকনিক ডিভা রাভিনা ট্যান্ডন। বহুল প্রতিক্ষীত ‘কেজিএফ টু’ সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় ফিরছেন তিনি অনেকদিন পর। প্রশান্ত নীল পরিচালিত সিনেমার প্রথম অংশটি বক্স অফিসে সুপার হিট ছিল। এবার সবাই অপেক্ষায় আছে দ্বিতীয় পর্বের।

এ সিনেমায় রাভিনা একজন প্রধানমন্ত্রীর চরিত্রে অভিনয় করবেন। যার নাম রামিকা সেন।

চ্যাপ্টার টু তে একজন রাজনীতিবিদ হিসেবে রাভিনার লুক ২০২০ সালের অক্টোবরে প্রথম প্রকাশিত হয়েছিল৷ রামিকার মতো তার লুক আউট হওয়ার পর অনেক ভক্ত মুগ্ধতা প্রকাশ করেন। সেসময় আলোচনা চলছিল যে রাভিনার চরিত্রটি ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী থেকে অনুপ্রাণিত।

তবে বিষয়টি অস্বীকার করলেন রাভিনা নিজেই। তিনি নিউজ ১৮ -এর সঙ্গে সাক্ষাৎকারে বলেন, তার চরিত্রটি প্রয়াত প্রধানমন্ত্রী বা তার সঙ্গে সাদৃশ্য নয়। রাভিনা ট্যান্ডন বলেন, ‘এই সিনেমায় ইন্দিরা গান্ধীজি সম্পর্কে কিছুই নেই। আমার চেহারা তার মতো নয়। কিংবা আমার চরিত্রটিও তার দ্বারা অনুপ্রাণিত নয়। আমরা এ ধরনের কোনো রেফারেন্সের কথা জানাইনি। সিনেমাটি ৮০’র দশকের উপর নির্মিত। তাই আমি ইন্দিরা গান্ধীজির চরিত্রে অভিনয় করছি এমন জল্পনার কিছু নেই।’

একই সাক্ষাৎকারে রাভিনা আরও জানান, তিনি এবং তার সহ-অভিনেতা সঞ্জয় দত্তকে এ সিনেমায় একসঙ্গে দেখা যাবে না।

রাভিনার ভাষ্য, ‘সঞ্জয় এবং আমি ভেবেছিলাম সেটে পুরনো দিনের মতো আনন্দ করবো। কিন্তু দুঃখের বিষয় সিনেমায় একসঙ্গে স্ক্রিন শেয়ার করার সুযোগ হয়নি আমাদের। আমাদের শুটিংয়ের সময়সূচিও মেলেনি। আমরা প্রশান্তকে অনুরোধও করেছিলাম যদি কিছু করা যায়। তবে স্ক্রিপ্টে এমন কিছু ছিল না যাতে দুজন একসঙ্গে শুটিং করতে পারি।’

(ওএস/এসপি/জানুয়ারি ২০, ২০২২)