চট্রগ্রাম প্রতিনিধি : শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১২টি সোনার বার উদ্ধার করেছে চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ। যার আনুমানিক মূল্য ৫৫ লাখ টাকা। শনিবার সন্ধ্যায় ৬টা ৪০ মিনিটের দিকে দুবাই থেকে আসা এক যাত্রীর শরীরে তল্লাশি চালিয়ে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।

বিমানবন্দরে নিয়োজিত কাস্টম হাউসের সহকারি কমিশনার তপন কুমার চক্রবর্তী বাংলানিউজকে জানান, দুবাই থেকে ফ্লাই দুবাই এয়ারলাইনসের একটি উড়োজাহাজ সন্ধ্যা ছয়টা ৪০ মিনিটে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করে। এসময় বিমানটির যাত্রী রমজান আলীর গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় তাকে তল্লাশি করা হয়। তার হাটুর নিচে অ্যাংলেট দিয়ে বিশেষ কায়দায় মোড়ানো অবস্থায় ১২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। সোনার বারের ওজন ১ কেজি ৩০ গ্রাম। রমজান আলীর বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায়।

(ওএস/অ/সেপ্টেম্বর ২০, ২০১৪)