কেন্দুয়া প্রতিনিধি : নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় ৯ জন বীর মুক্তিযোদ্ধার জন্য ৯ টি বীর ভবন নির্মিত হতে যাচ্ছে। বৃহস্পতিবার সকাল ৯টায় উপজেলার মাসকা ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোঃ নূরুল ইসলামের বাড়ী প্রাঙ্গণে আনুষ্ঠানিক ভাবে ৯টি বীর ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন নেত্রকোণা-৩ আসনের এম.পি অসীম কুমার উকিল। 

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মইন উদ্দিন খন্দকার, ওসি কাজী শাহ নেওয়াজ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মোঃ বজলুর রহমান, মাসকা ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান আঃ ছালাম বাঙ্গালী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদি হাসান মৃধা জানান, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের বরাদ্দকৃত অর্থে প্রতিটি বীর ভবন নির্মানের জন্য ১৩ লাখ ৪৩ হাজার ৬১৮ টাকা করে ৯টি বীর ভবনের জন্য ১ কোটি ২০ লাখ ৯২ হাজার ৫৬২ টাকা বরাদ্ধ দেয়া হয়েছে। এসব ভবন নির্মানের জন্য দরপত্র আহবান করে ঠিকাদার নিয়োগ করা হয়েছে। তারা প্রকল্পের প্রাক্কলন মোতাবেক এই বীর ভবন প্রকল্পের বাস্তবায়ন করবেন।

তিনি জানান, এই প্রকল্পের বাস্তবায়ন কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সদস্য সচিব উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে নিযুক্ত করা হয়েছে। এছাড়া মুক্তিযোদ্ধা কমান্ডার সদস্য এবং যে বীর মুক্তিযোদ্ধাকে বীর ভবন বরাদ্দ দেয়া হয়েছে তিনিও ওই কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।

(এসবি/এসপি/জানুয়ারি ২০, ২০২২)