নূরুল আমিন খোকন, ফেনী : ফেনীর সোনাগাজীতে দেশীয় তৈরী তিনটি আগ্নেয়াস্ত্রসহ এক যুবদল কর্মীকে আটক করেছে ফেনীর গোয়েন্দা পুলিশ।

আটককৃত যুবকের নাম নুর ইসলাম রাসেল (৩৪), সে উপজেলার সদর ইউনিয়নের চর খোয়াজ গ্রামের ফজর উদ্দিন মাঝি বাড়ীর আব্দুল করিমের ছেলে ও সোনাগাজী সদর ইউনিয়ন যুবদলের সক্রিয় কর্মী বলে স্থানীয়রা জানান।

ফেনী জেলা গোয়েন্দা পুলিশের ওসি মেজবাহ উদ্দিন আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২৪ জানুয়ারি) ভোররাতে সোনাগাজী উপজেলার চর খোয়াজ গ্রামের মাঝি বাড়ীতে অভিযান চালিয়ে রাসেলকে আটক করা হয়। এসময় তার ঘর তল্লাশি করে দেশীয় তৈরি দুটি এলজি, একটি একনালা বন্দুক ও একটি বড় রামদা উদ্ধার করা হয়।

ওসি আরো জানান , সোমবার সকালে অস্ত্র আইনে মামলা রুজু করে ধৃত রাসেলকে সোনাগাজী মডেল থানার মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে।

সোনাগাজী সদর ইউপি চেয়ারম্যান শামসুল আরেফিন জানান, রাসেল এলাকার তালিকাভুক্ত সন্ত্রাসী ও যুবদল ক্যাডার। সে চুরি, ডাকাতি ও অস্ত্র ব্যবসাসহ এলাকায় নানান অপকর্মের সাথে জড়িত। দীর্ঘদিন পলাতক ছিল, তার গ্রেফতারের খবরে জনমনে স্বস্তি ফিরে এসেছে।

(একে/এসপি/জানুয়ারি ২৪, ২০২২)