মো. শান্ত, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে নিখোঁজের ১৯ দিনেও সন্ধান মিলেনি মো. মাসুম (৪০) নামে এক মুরগী ব্যবসায়ীর। এ ঘটনায় নিখোঁজ ব্যবসায়ী মাসুমের মা মাকসুদা বেগম বাদী হয়ে গত ৭ জানুয়ারি সিদ্ধিরগঞ্জ থানায় এবং ৯ জানুয়ারি পুলিশ সুপার ও র‌্যাব-১১’র অধিনায়ক বরাবর অভিযোগ করলেও ১৯ দিনের মধ্যে ছেলের সন্ধান না পেয়ে হতাশায় ভুগছেন।

নিখোঁজ মুরগী ব্যবসায়ী মাসুম নারায়ণগঞ্জ সদর উপজেললার ফতুল্লা থানার তল্লা ছোট মসজিদ এলাকার মৃত আহাদ আলীর ছেলে।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ৬ জানুয়ারী দিবাগত রাত ১.৩০ মিনিটে নগদ ৪০ হাজার টাকাসহ প্রতিদিনের ন্যায় ফতুল্লার তল্লা ছোট মসজিদ এলাকার নিজ বাসা থেকে সিদ্ধিরগঞ্জ থানাধীন লক্ষ্মীনারায়ণ মাঝিপাড়া হাইস্কুলের সামনে মুরগী ক্রয় করার জন্য আসিলে অজ্ঞাত নামা চারজন লোক দুইটি অজ্ঞাত নাম্বারের মোটরসাইকেলযোগে আসিয়া মাসুমকে ডাক দিয়া মোটরসাইকেলে তুলিয়া অজ্ঞাত স্থানে নিয়ে যায়। রাত আনুমানিক ২ ঘটিকার সময় মিলন নামে একজন লোক মাসুমের ছেলে পারভেজকে মোবাইলে ফোন করে বিষয়টি জানায়। পরে পারভেজ ও তার ফুফা মনির হোসেন ঘটনাস্থলে এসে বিষয়টি জানতে পারে। উপস্থিত স্থানীয় লোকজন আরো জানায় যে, অজ্ঞাত ব্যক্তিদের সাথে আগ্নেয়াস্ত্র ছিল। বর্তমানে তার মোবাইল ফোনটি বন্ধ রয়েছে।

এ ব্যাপারে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানায়, এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। নিখোঁজ ব্যক্তির সন্ধানে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।

(এমএস/এএস/জানুয়ারি ২৬, ২০২২)