এ.কে আজাদ, রাজবাড়ী : পাংশা সংস্কার কাজ বন্ধ থাকায় দুর্ভোগে পাংশা হেড কোয়ার্টার  টু বাগদুলী জিসি সড়ক দশ হাজার নয়শত মিটার। দক্ষিণ অঞ্চলসহ বিভিন্ন এলাকার সকল শ্রেণিপেশার মানুষের যাতায়াতের প্রধান সড়ক দীর্ঘদিন ভোগান্তি শেষে গত বছরের সেপ্টেম্বর মাসে শুরু হয়েছিল সংস্কার কাজ। দীর্ঘদিনের দুর্ভোগের সমাপ্তি ঘটার আশায় স্বস্তির নিশ্বাস ফেলেছিল এলাকাবাসী ও ব্যবসায়ীরা। শেষ হয়েছে ডাব্লু এম এম এর কাজ। বাকি রয়েছে শুধু কার্পেটিং এর কাজ। সম্প্রতি দীর্ঘদিন সংস্কার কাজ বন্ধ থাকায় সেই স্বস্তির নিশ্বাসই এখন হয়ে দাড়িয়েছে অস্বন্তির কারণ। পাংশা শহরে যোগাযোগের অন্যতম সড়ক এটি। এই বেহাল সড়ক দিয়েই প্রতিদিন পাংশা হাসপাতালে সেবা নিতে আসছে মানুষ। সম্প্রতি প্রতিদিন হাসপাতালে টিকা নিতে আসছে হাজার হাজার শিক্ষার্থীরা। টিকা নিতে এসে শিক্ষার্থীরাও পড়ছে স্বাস্থ্যঝুঁকিতে।

পাংশা সরদার বাসস্ট্যান্ডের হার্ডওয়ার ব্যবসায়ী মামুন হোসেন বলেন, আমার দোকানে লোহার কিছু পণ্য রয়েছে প্রতিনিয়তই ধুলাবালি পড়ছে কিছুদিন গেলেই মরিচা ধরে যাবে। যে পরিমাণ ধুলা পরে দোকানের মধ্যে বসে থাকার মত কোন উপায় নেই। পাংশা-মৃগী সড়কের ইজিবাইক চালক মুন্নাফ বিশ্বাস বলেন, ধুলা ও খানা খন্দের কারনে এই সড়কে আগের তুলোনায় যাত্রী অনেক কুমে গেছে। ধুলাবালি আর খানাখন্দে গাড়ি নষ্ট হয় বেশি। যায় দু-একটা ভাড়া পাই তা দিয়ে গাড়ি সার্ভিসিং করতে ফুরিয়ে যায়। পাংশা উপজেলা প্রকৌশলী দপ্তর থেকে জানান আগামী ১৫/২০ দিনের মধ্যে কাজটি শুরু করবে ঠিকাদান প্রতিষ্ঠান। সড়কটির সংস্কার কাজ বন্ধ থাকায় ঠিকাদার কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

(একেএ/এএস/জানুয়ারি ২৬, ২০২২)