রাজন্য রুহানি, জামালপুর : ব্রিজের ওপর বেচাকেনার সময় নদীতে ঝাঁপ দেওয়া হাঁস ধরতে গিয়ে নিখোঁজ আব্দুল লতিফ (৬০) নামে এক হাঁস বেপারীর লাশ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সকাল ৮ টার দিকে নিখোঁজের ১৮ ঘণ্টা পর ওই বৃদ্ধের লাশ উদ্ধার করে স্থানীয়রা।

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বয়ড়া ব্রিজের নিচে সূবর্ণখালি নদীতে মর্মান্তিক ঘটনাটি ঘটে।

আব্দুল লতিফ সরিষাবাড়ী পৌরসভার ভুরারবাড়ি গ্রামের মৃত ইয়াকুব আলী মন্ডলের ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে পোগলদিঘা ইউপি সদস্য মোবারক হোসেন জানান, হাঁস-মুরগি বেপারী আব্দুল লতিফ সাপ্তাহিক হাট উপলক্ষে বুধবার ২টার দিকে বয়ড়া ব্রিজের ওপর হাঁস নিয়ে বসেছিলেন। এ সময় তার একটি হাঁস লাফ দিয়ে নদীতে পড়ে যায়। হাঁসটি ধরার জন্য তিনি পানিতে নামলে কিছুক্ষণ পর নিখোঁজ হন। খবর পেয়ে ফায়ারসার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে নেমে অভিযান পরিচালনা করেও তার সন্ধান না পেলে সন্ধ্যা ৬টার দিকে তারা ফিরে যান।

বৃহস্পতিবার সকালে স্থানীয় জেলেরা মাছ ধরার জন্য নদীতে নামলে আব্দুল লতিফের লাশ পাওয়া যায়। এ সময় হারিয়ে যাওয়া হাঁসটিকেও জীবিত উদ্ধার করে এলাকাবাসী।

তারাকান্দি তদন্তকেন্দ্রের ইনচার্জ (পুলিশ পরিদর্শক) আব্দুল লতিফ বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থল পরিদর্শন করে লাশের সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

(আরআর/এএস/জানুয়ারি ২৭, ২০২২)