রিপন মারমা, রাঙামাটি : আবহাওয়া পরিবর্তন ও তাপমাত্রা তারতম্যের কারণে রাঙামাটিতে জ্বর-কাশিতে আক্রান্ত রোগী এখন ঘরে ঘরে। করোনাকালে এমন ফ্লুজনিত সমস্যায় বেড়েছে মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে । তবে জ্বর নিয়ে ভীতি থাকলেও করোনা পরীক্ষায় আগ্রহ নেই রোগী বা স্বজনদের। ফলে গত কয়েক দিনের তুলনায় করোনা পরীক্ষার নমুনাও কমে গেছে। 

বিশেষজ্ঞরা বলছেন, জ্বর-কাশি ফ্লুজনিত রোগে আতঙ্কিত না হয়ে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। কিন্তু চিকিৎসকের শরণাপন্ন না হয়ে অনেকেই ফার্মেসিতে ভিড় করছেন। অনভিজ্ঞ ফার্মেসি দেওয়া ওষুধে পড়ছেন স্বাস্থ্যঝুঁকিতে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিভিন্ন হাসপাতালে জ্বর-কাশিজনিত ভর্তি রোগীর সংখ্যা বেড়েছে। রাঙা জমাটি বিভিন্ন উপজেলা থেকেও জ্বর-কাশির রোগী রেফার করা হচ্ছে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) বিভিন্ন হাসপাতালে ফ্লুজনিত রোগীর সংখ্যা বেড়েছে হাসপাতালের বহির্বিভাগেও।

বৃহস্পতিবার রাঙামাটি জেলা কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতাল গিয়ে দেখা যায় ৫৫ জনের বেশি জ্বর-সর্দি ও কাশিতে আক্রান্ত রোগী চিকিৎসা নিতে আসেন। এদিন রাঙামাটি বিভিন্ন হাসপাতালের ফ্লু কর্নার ও জরুরি বিভাগেও এমন শতাধিক রোগী চিকিৎসা নেন।

সরকারি হাসপাতাল ছাড়াও গত কয়েক দিন রাঙামাটি বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও চিকিৎসকদের প্রাইভেট চেম্বারে ফ্লুজনিত রোগীর ভিড় বেড়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতাল আবাসিক মেডিকেল অফিসার করোনা ফোকাস পার্সন ডাক্তারঃ ওমর ফারুক জানান, আবহাওয়া পরিবর্তনের কারণে সর্দি-জ্বরজনিত রোগীও বেড়েছে হাসপাতালে।

রাঙামাটি সিভিল সার্জন কার্যালয় সূত্র জানা যায, ঋতু পরিবর্তনের কারণে সিজনাল ফ্লুজনিত রোগী বেড়েছে। এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। তবে করোনাকালে জ্বর-কাশির রোগী হলেও অবহেলা করা যাবে না। তবে রাঙামাটিতে কমেছে করোনা পরীক্ষা সংখ্যা গত ২৪ ঘন্টায়-নমুনা ১৫৮ জন মোট নমুনা সংগৃহীত ২৮৭১৬ জন

গত ২৪ঘন্টা করোনা পজিটিভ -৬৬ জন (রাঙামাটি সদর-৩৬, কাপ্তাই-১সদর-০৩, বাঘাইছড়ি-০৪, বিলাইছড়ি-০৮, কাপ্তাই-০৫, কাউখালী-০২, লংগদু-০১, নানিয়ারচর-০২, রাজস্থলী-০৪)। মোট করোনা পজিটিভ হয়েছে ৪৯৪৬ জন রাঙামাটিতে আইসোলেশন ইউনিটে মোট ভর্তি রোগী আছে ৩ জন।

(আরএম/এসপি/জানুয়ারি ২৭, ২০২২)