আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : ছাগলে ধানের চারা খাওয়াকে কেন্দ্র করে হামলা চালিয়ে কাঞ্চন রাঢ়ী নামের এক কৃষককে পিটিয়ে হত্যা করা হয়েছে। 

বৃহস্পতিবার দুপুরে লাশের ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। বুধবার রাতে শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত কৃষক কাঞ্চন রাঢ়ী জেলার হিজলা উপজেলার গৌরবদী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বিশর এলাকার আলী আহম্মদ রাঢ়ীর ছেলে।

নিহত কাঞ্চন রাঢ়ীর মেয়ে জেসমিন আক্তার জানান, বুধবার বেলা ১১ টার দিকে তাদের একটি ছাগল পার্শ্ববর্তী সিরাজ তালুকদারের জমির ধানের চারা খেয়ে ফেলে। এতে ক্ষিপ্ত হয়ে সিরাজ তালুকদার ছাগলটিকে ধরে নিয়ে ডোবায় চুবিয়ে ও পিটিয়ে আহত করে। অবুঝ প্রাণীকে এভাবে নির্যাতন করার প্রতিবাদ জানালে সিরাজ তালুকদারের শ্যালক মিলন মোল্লাসহ ১০/১৫ জনের একটি দল তার (জেসমিন) পিতা কাঞ্চন রাঢ়ীকে লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। এসময় হামলা ঠেকাতে গিয়ে কাঞ্চনের দুই পুত্র রাসেল রাঢ়ী, মোকসেদ রাঢ়ীসহ আরও পাঁচজন আহত হয়।

পরবর্তীতে আহতদের উদ্ধার করে হিজলা উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কাঞ্চন রাঢ়ীর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার রাত নয়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার (কাঞ্চন) মৃত্যু হয়।

হিজলা থানার ওসি মো. ইউনুস মিয়া জানান, হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক নারীকে আটক করা হয়েছে। তিনি আরও জানান, নিহতের স্বজনরা লাশের সাথে বরিশালে অবস্থান করায় এখনও কেউ মামলা দায়ের করেননি। মামলা দায়েরের পর পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।

(টিবি/এসপি/জানুয়ারি ২৭, ২০২২)