আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : বরিশালের আগৈলঝাড়ায় কোমলপানীয় ভেবে এক শিশু কীটনাশক পান করায় মুমুর্ষ অবস্থায় ওই শিশুকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে। 

জানা গেছে, শুক্রবার সকালে উপজেলার রাংতা গ্রামের হাফিজুল হাওলাদারের দুই বছরের ছেলে দাইয়ান হাওলাদার কোমলপানীয় ভেবে ঘরে থাকা কীটনাশক পান করে। ঘটনার পরেই শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়।

শিশুর পিতা হাফিজুল হাওলাদার জানান, জমির জঙ্গল নষ্ট করার জন্য একটি বোতলে এই বিষাক্ত কীটনাশক ছিল। আমার ছেলে এটাকে কোমলপানীয় খাবার ভেবে খেয়ে ফেলে।

পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশু দাইয়ানকে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডা. সৈকত জয়ধর তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করেছেন।

(টিবি/এসপি/জানুয়ারি ২৮, ২০২২)