আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : বিদেশী পিস্তল, ম্যাগজিন, গুলি, বোমা ও বোমা তৈরীর সরঞ্জামসহ অস্ত্র ব্যবসায়ী বাবুল হাওলাদার ওরফে বোমা বাবুলকে আটক করেছে র‌্যাব-৮ এর সদস্যরা। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোরে নগরীর লঞ্চঘাট থেকে তাকে আটক করা হয়। আটককৃত বাবুল ভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদি গ্রামের মৃত মোজাফর হাওলাদারের ছেলে।

শুক্রবার বেলা এগারটায় নগরীর রুপাতলীস্থ র‌্যাব কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৮ এর উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, স্থানীয় সরকার নির্বাচনে দেশের বিভিন্ন স্থানে যে ককটেলসহ হাতবোমা বিস্ফোরন হয়েছে, তার বেশির ভাগ বোমা বাবুল সরবরাহ করেছে। দীর্ঘদিন যাবত তার গতিবিধির ওপর গোয়েন্দা তৎপরতা চালিয়ে তাকে আটক করা হয়।

আটকের সময় বাবুলের কাছ থেকে একটি বিদেশী পিস্তল, দুইটি ম্যাগজিন, চার রাউন্ড গুলি, তিনটি তাজা বোমা, বোমা তৈরীর আটশ’ গ্রাম গান পাউডারসহ বোমা তৈরির অন্যান্য উপকরণ উদ্ধার করা হয়। এঘটনায় কোতয়ালী থানায় অস্ত্র এবং বিস্ফোরক আইনে মামলা দায়ের হবে।

(টিবি/এসপি/জানুয়ারি ২৮, ২০২২)