রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরের সরিষাবাড়িতে দুই মেম্বার প্রার্থীর কর্মীদের মধ্যে সংঘর্ষে ভোলা শেখ (৬০) নামে একজন নিহত হয়েছেন। তিনি সিরাজগঞ্জ জেলা থেকে এসে নূরুল ইসলাম নামে এক মেম্বার প্রার্থীর কর্মী হিসেবে নির্বাচনী প্রচারণার কাজে অংশ নিয়েছিলেন।

৩১ জানুয়ারি শেষ ধাপে পিংনা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে ৩ নং ওয়ার্ডের দুই মেম্বার প্রার্থী নূরুল ইসলাম (ফুটবল) ও সুজাত আলী সুরু'র (মোরগ) কর্মীদের মধ্যে এ সংঘর্ষ হয়।

শনিবার (২৯ জানুয়ারি) সকাল ১১টার দিকে পিংনা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের চর নলসন্ধ্যা গ্রামে ঘটা সংঘর্ষে নিহত হন। তিনি সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার কাজল গ্রামের হারুনুর রশিদের ছেলে।

পুলিশ সূত্র জানায়, সকল ১১ টার দিকে পিংনা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী নূরুল ইসলাম (ফুটবল) ও তার প্রতিদ্বন্দ্বী সুজাত আলী সুরু'র (মোরগ) লোকজনের মধ্যে নির্বাচনী প্রচারণার সময় সংঘর্ষ বাঁধে। এতে নূরুল ইসলামের কর্মী ভোলা শেখ নিহত হন।

প্রার্থী নূরুল ইসলাম অভিযোগ করেন, আমাদের প্রচারণার চলাকালে প্রতিদ্বন্দ্বী সুজাত আলী সুরু'র লোকজন হামলা চালিয়েছে। এতে ভোলা শেখ নিহত হয়েছেন। এ সময় আরও ৮-১০ জন কর্মী আহত হয়েছে।

তারাকান্দি তদন্তকেন্দ্রের ইনচার্জ (পুলিশ পরিদর্শক) আব্দুল লতিফ জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

(আরআর/এএস/জানুয়ারি ২৯, ২০২২)