নাটোর প্রতিনিধি : নাটোরে ১লাখ ৩২ হাজার হাই ভোল্ট বিদ্যুৎ সরবরাহ লাইনের আকর্ষণে বিদ্যুতায়িত হয়ে সজল কবির (৩২) নামে এক যুবকের শরীর ঝলছে গেছে। রবিবার শহরের হরিশপুর বাইপাস এলাকায় নবনির্মিত ভবনে জনালায় কাঁচ লাগানোর সময় বিদ্যুতায়িত হয় সে। আশংকাজনক অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শি সুত্রে জানা যায়, শহরের হরিশপুর বাইপাস গোল চত্বর এলাকায় নাটোর-ঢাকা-রাজশাহী মহাসড়কের ধার ঘেঁষে যাওয়া ১লাখ ৩২ হাজার ভোল্ট বিদ্যুৎ সরবরাহ লাইন সংলগ্ন জনৈক আলম সম্প্রতি নতুন দ্বিতল ভবন নির্মান করেন। সজল কবির রবিবার সকালে নবনির্মিত ওই ভবনের দোতালার জানালায় থাই গ্লাস লাগাচ্ছিলেন।

এসময় ভবন ঘেঁষে যাওয়া ওই হাই ভোল্টেজ বিদ্যুৎ সরবরাহ লাইনের আকর্ষনে সজল কবিরের হাতে থাকা এ্যালুমেনিয়াম বা সিলভার জাতীয় এ্যাঙ্গেল বিদ্যুতায়িত হয়ে আগুন ধরে যায়। এসময় সজল কবির বিদ্যুতায়িত হয়ে ঝলছে গিয়ে নিচে পড়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

নাটোর গ্রীড উপকেন্দ্রের সহকারী প্রকৌশলী আলী আহসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হাই ভোল্টেজের বিদ্যুৎ সরবরাহ লাইনের উভয় পার্শ্বের ১০ মিটার দুরত্বে কোন স্থাপনা নির্মান করা যাবেনা। নিষেধ করা সত্বেও হাই ভোল্টেজের নাটোর-রাজশাহী বিদ্যুৎ সরবরাহ লাইনের নিচে এবং লাইন সংলগ্ন ওই বাড়িটি নির্মান করা হয়েছে। অনুমতি ছাড়া অবৈধভাবে নির্মান করা ওই ভবন মালিকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ রয়েছে।

নাটোর থানার ওসি ফরিদুল ইসলাম খান জানান,তিনি সম্প্রতি এই কর্মস্থলে যোগদান করেছেন। অভিযোগের বিষয়টি সম্পর্কে তার জানা নেই। বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

(এমআর/এএস/সেপ্টেম্বর ২১, ২০১৪)