লোহাগড়া প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলার নবনির্বাচিত ১২ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। 

রবিবার বিকাল ৪ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার ১২ ইউপি চেয়ারম্যান, ১১৮ জন সাধারণ সদস্য ও ৩৬ জন সংরক্ষিত নারী সদস্য শপথ গ্রহণ করেন। নড়াইলের জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান নির্বাচিত চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান এবং লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রোসলিনা পারভীন ইউপি সদস্যদের শপথ বাক্য পাঠ করান।

এ সময় উপস্থিত ছিলেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মোর্তুজার গবির্ত পিতা গোলাম মোর্তুজা স্বপন, জেলা নির্বাচন অফিসার ওয়ালিউল্লাহ, লোহাগড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান সিকদার আব্দুল হান্নান রুনু, নড়াইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নড়াইল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু, উপজেলা নির্বাহী অফিসার রোসলিনা পারভীন, লোহাগড়া পৌরসভার মেয়র সৈয়দ মসিয়ুর রহমান, উপজেলা নির্বাচন অফিসার মো. জসিম উদ্দিন, উপজেলা আ’লীগের সহ-সভাপতি ফয়জুল হক রোম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন ইতিসহ প্রমুখ।

এ দিকে, এর আগে একই দিন দুপুরে উপজেলার মল্লিকপুর ইউপির নব নির্বাচিত চেয়ারম্যান শহিদুর রহমান সাহিদ ও লক্ষীপাশা ইউনিয়ন পরিষদের সদস্য মো. কামাল হোসেন একটি হত্যা মামলায় জেল হাজতে থাকায় তাদের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান। এ সময় নির্বাহী অফিসার রোসলিনা পারভীন উপস্থিত ছিলেন।

(আরএম/এসপি/জানুয়ারি ৩০, ২০২২)