উজ্জ্বল হোসাইন, চাঁদপুর : চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের মুন্সি বাড়ি সন্মুখে ডাকাতিয়া নদীতে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় ট্রলার ডুবে ৫ জন নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ সকাল প্রায় সাড়ে ৬ টায়।

ঘটনাস্থলে গিয়ে জানা যায়, চাঁদপুর সদরের রামপুর চর থেকে ফরিদ মাঝির মাটির ট্রলার মাটি নিয়ে মৈশাদীর এমএস ব্রিক ফিল্ডের উদ্দেশ্যে ছেড়ে আসে। আর চাঁদপুর থেকে বালু ভর্তিবাল্কহেড এমবি ইকবাল হোসেন (১)দ্রুত গতিতে এসে মাটির ট্রলারের উপর উঠিয়ে দেয়।সাথে সাথে ট্রলারটি ডুবে যায়। এতে ট্রলারে থাকা ১১ জন মাটি কাটার শ্রমিকের মধ্যে ৪ জন নিহত হয়।একজন হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।

নিহতরা হলেন, মো. আওয়াল (৫০), মো. মোবারক (৪৫), মো. নাসির (৩২), আল-আমিন (৩৫) ও নজরুল (৩৫)। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

(ওএস/এএস/জানুয়ারি ৩১, ২০২২)