অরিত্র কুণ্ডু, ঝিনাইদহ : ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে দশম শ্রেণীর এক স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগে সোহেল রানা (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। 

গতকাল রবিবার (৩০ জানুয়ারি) রাতে উপজেলার ভেড়াখালি গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় ওই অপহৃত স্কুলছাত্রীকেও উদ্ধার করা হয়েছে। গ্রেফতার হওয়া সোহেল রানা ভেড়াখালি গ্রামের আনজের আলীর ছেলে।

পুলিশ জানায়, পূর্ব পরিচয়ের সূত্র ধরে গত ২৫ জানুয়ারি ওই স্কুলছাত্রীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে অপহরণ করার পর কৌশলে আটকে রেখে একাধিকবার ধর্ষণ করে। আর ধর্ষণের ভিডিও ধারণ করে ওই ভুক্তভোগীর পরিবারের সদস্যদের ব্ল্যাকমেইল করতে থাকে সোহেল। এ ঘটনায় গত ২৬ জানুয়ারি ভুক্তভোগী ওই স্কুল ছাত্রীর বাবা থানায় একটি জিডি করেন।

ভুক্তভোগী স্কুলছাত্রীর বাবা বলেন, আমার মেয়ে দশম শ্রেণিতে লেখাপড়া করে। গত ২৫ জানুয়ারি স্কুলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়।পরে খোঁজ নিয়ে জানতে পারি ওই যুবক আমার মেয়েকে বিয়ের প্রতিশ্রুতি দেখিয়ে অপহরণ করেছে। অপহরণের পর থেকেই খারাপ ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে সে আমাদেরকে প্রতারণা করতে থাকে।

হরিণাকুণ্ডু থানার ওসি আব্দুর রহিম মোল্লা বলেন, প্রায় ছয় মাস আগে মোবাইলে ভুক্তভোগীর সঙ্গে সম্পর্ক গড়ে তোলে ওই যুবক। পরে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাকে কৌশলে অপহরণ করে আটকে রেখে কয়েক দফায় ধর্ষণ করে। এ বিষয়ে থানায় একটি অপহরণ ও ধর্ষণ মামলা হয়েছে। ভুক্তভোগী ওই স্কুল ছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। আর গ্রেফতার যুবককে আদালতে প্রেরণ করা হয়েছে।

(একে/এসপি/জানুয়ারি ৩১, ২০২২)