ইভিএম মেশিনে ত্রুটি
নবীনগরে এক ঘণ্টা দেরিতে ভোট শুরু

গৌরাঙ্গ দেবনাথ অপু, ব্রাহ্মণবাড়িয়া : ভোটের শুরুতেই ইভিএমে ত্রুটি দেখা দেওয়ায় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ভৈরবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রায় এক ঘণ্টা দেরিতে ভোটগ্রহণ শুরু হয়। এতে ভোট দিতে আসা নারী পুরুষ উভয়কেই দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে অসন্তোষ প্রকাশ করতে দেখা যায়।
সকাল পৌণে নয়টার দিকে কেন্দ্রটির লাইনে দাঁড়ানো একাধিক ভোটার সাংবাদিকদের বলেন, 'সক্কাল সক্কাল ভোট দিয়া যামুগা মনে কইরা, সেই বেইন্যালা ভোটকেন্দ্রে আইয়া লাইনে দাঁড়াইছিলাম। কিন্তু টিপ দেওয়নের মেশিনে (ইভিএম) কি বলে সমস্যা দেখা দেওয়ায়, অহনও ভোট শুরুই হয়নাই। তাই এক ঘন্টার বেশী সময় ধইরা লাইনে দাড়াইয়া আছি। জানিনা কুন সময় ভোট দিয়া বাড়ি যাইতে পারুম!'
খোঁজ নিয়ে জানা গেল, ইভিএম চালু করার জন্য কেন্দ্রের প্রিজাইডিং অফিসারের অডিট কার্ডে ত্রুটি থাকায় নবীনগর উপজেলার বিদ্যাকূট ইউনিয়নের ভৈরবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এই কেন্দ্রটিতে নির্ধারিত সময় সকাল ৮ টা থেকে ভোট গ্রহণ শুরু করা যায়নি। কেন্দ্রটিতে মোট ৬টি বুথ কেন্দ্রেই দীর্ঘ লাইন লক্ষ করা যায়। তবে সংশ্লিষ্টদের সহযোগিতায় একঘন্টার মধ্যেই কেন্দ্রটিতে ভোটগ্রহণ শুরু হয়ে যায়।
কেন্দ্রটির সহকারী প্রিজাইডিং অফিসার কনক লতা দেবী জানান, 'ভোটের শুরুতেই ইভিএম মেশিনে সামান্য ত্রুটি দেখা দেয়। তাই যথাসময়ে ভোটগ্রহণ চালু করা যায়নি। তবে কিছুক্ষণের মধ্যেই মেশিন ঠিক হয়ে যাওয়ায় সকাল ৯টা থেকেই ভোটগ্রহণ শুরু হয়ে যায়।'
ভৈরবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের প্রিজাইডিং অফিসার মোবারক হোসেন বলেন, 'ইভিএম মেশিনে সামান্য ত্রুটি দেখা দেওয়ায়, এক ঘণ্টা বিলম্বে শুরু হওয়া ভোটগ্রহণের সময় নির্ধারিত সময়ের চেয়ে এক ঘণ্টা বাড়ানোর জন্য ইতিমধ্যেই সংশ্লিষ্ট উর্ধ্বতনদের সঙ্গে কথা বলেছি।'
পরে এ বিষয়ে নবীনগর উপজেলা নির্বাচন কর্মকর্তা আজগর আলী উত্তরাধিকার ৭১ নিউজকে মুঠোফোনে বলেন, 'বিষয়টি শোনার পরপরই উর্ধতন কর্মকর্তাতের সঙ্গে কথা বলে কেন্দ্রটিতে একঘন্টা ভোটের সময় বাড়িয়ে বিকেল ৫টা পর্যন্ত ভোট নিতে নির্দেশনা দেয়া হয়েছে।'
এরপরও এ সময়ের ভেতরে যতক্ষণ কেন্দ্রে ভোটারগণ থাকবেন, ততক্ষণই ভোট নেওয়া হবে বলে তিনি জানান।'
প্রসঙ্গত, ষষ্ঠ ধাপে এবার ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ৭টি ইউনিয়নে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
ইউনিয়নগুলো হল উপজেলার শিবপুর, বিদ্যাকুট, বিটঘর, নাটঘর, কাইতলা (দক্ষিণ), বড়াইল ও কৃষ্ণনগর। এ সাতটি ইউনিয়নে মোট ৪৫ জন চেয়ারম্যান, ৭২ জন সংরক্ষিত নারী সদস্য ও ২২০ জন সাধারণ সদস্য স্ব স্ব পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। মোট ৬৯ ভোটকেন্দ্রে ১ লাখ ৩৫ হাজার ৯৩৪ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করার কথা ছিল। যারমধ্যে ৭০ হাজার ১৬১ জন পুরুষ ও ৬৫ হাজার ৭৭৩ জন নারী ভোটার রয়েছেন। তবে এবারই প্রথম ৬৭টি কেন্দ্রের সবকটি কেন্দ্রেই ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
এদিকে ভোটের সার্বিক পরিবেশে সন্তোষ প্রকাশ করে বিকেল ৪টার দিকে বিদ্যাকুট ইউনিয়নের দায়িত্বে থাকা নবীনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোশারফ হোসাইন উত্তরাধিকার ৭১ নিউজকে বলেন, 'এবারও এ উপজেলায় ভোটগ্রহণ অত্যন্ত সুন্দর পরিবেশে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। আমার অধীনে থাকা বিদ্যাকুট ইউনিয়নের ৯টি কেন্দ্রে ৭৫ থেকে ৮০ শতাংশ ভোট সুষ্ঠুভাবে কাস্ট হয়েছে। উপজেলার বাকী সব কেন্দ্রেও এ পর্যন্ত খুবই সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে বলে জানতে পেরেছি।’
(জিডি/এসপি/জানুয়ারি ৩১, ২০২২)