নাটোর প্রতিনিধি : নাটোরের বাগাতিপাড়া উপজেলার জামনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে  আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী আব্দুল কুদ্দুস ( আনারস প্রতীক)  ৮ হাজার ৭৯৪ ভোট পেয়ে বেসরকারী নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী গোলাম রাব্বানী ( দোয়াত কলম) পেয়েছেন ৭ হাজার ৩১২ ভোট। অপর জামায়াত সমর্থিত প্রার্থী আবু সুফিয়ান  (চশমা) পেয়েছেন ৭৮২ ভোট।

এদিকে সুষ্ঠ ও সুন্দর পরিবেশের মধ্য দিয়ে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ৯টি কেন্দ্রে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। দিনব্যাপী বৃষ্টি উপেক্ষা করে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনকে ঘিরে নেওয়া হয় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। এদিকে জামায়াতে ইসলামের ডাকা রবিবারের হরতাল নির্বাচনের কারনে বাগাতিপাড়া উপজেলা আওতামুক্ত রাখা হয়।

উল্ল্যেখ্য, জামনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাফিজুর রহমান উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জয়লাভ করলে পদটি শুন্য হয়।

(এমআর/এএস/সেপ্টেম্বর ২১, ২০১৪)