নাটোর প্রতিনিধি : চুয়াডাঙ্গা থেকে অপহৃত আব্দুল্লাহ (৬) নামের এক শিশুকে  রোববার লালপুর উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের আব্দুর রহমানের পুত্র আবজালুর রহমানের বাড়ি থেকে উদ্ধার করেছে পুলিশ। অপহৃত আব্দুল্লাহ চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার কুষকাটা গ্রামের আব্দুল খালেকের ছেলে।  অপহরনের সাথে জড়িত মকবুল হোসেন (৪৫) এবং তার ২ ছেলে জয় (১৬) ও জনি (১৪) কে আটক করা হয়।

পুলিশ জানায়, অপহরনকারী মকবুল হোসেন দেড় বছর আগে কুষকাটা গ্রামে বসবাস করতেন। সে রাজশাহীর বাঘা উপজেলার বাউসা চৌধুরী পাড়া গ্রামের বাসিন্দা। মকবুল হোসেন পূর্ব পরিচয়ের সূত্র ধরে গত ১৯ সেপ্টেম্বর আব্দুল্লাহ বাড়ির পাশে খেলাধুলা করার সময় তাকে ফুসলিয়ে অপহরণ করে।

আব্দুল্লার পিতা মাতা তাকে খুজে না পেয়ে দামুড়হুদা থানায় মামলা করেন। অপহরণকারীরা আব্দুল্লাহকে লালপুর উপজেলার রামকৃষ্ণপুর গ্রামে আবজালুর রহমানের বাড়িতে আটক রেখে মোবাইল ফোনে আব্দুল্লাহর পরিবারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। ফোনকলের সূত্র ধরে দামুড়হুদা থানার এসআই তোবারক আলী ও লালপুর থানার এস আই হুমায়ুন কবীরের নেতৃত্বে একদল পুলিশ বাঘা থানার বাউসা গ্রাম থেকে আসামীদের গ্রেফতার করে তাদের স্বীকারুক্তি মোতাবেক আবজালুর রহমানের বাড়ি থেকে আব্দুল্লাহকে উদ্ধার করে।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হাই তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আসামী এবং উদ্ধারকৃত শিশুকে চুয়াডাঙ্গায় পাঠানো হয়েছে।

(এমআর/এএস/সেপ্টেম্বর ২১, ২০১৪)