রিপন মারমা, রাঙামাটি : রাঙামাটি রেড জোন ঘোষণার পর জনসাধারণ মানুষকে স্বাস্থ্যবিধি মানাতে কঠোর হয়েছে প্রশাসনসহ সংশ্লিষ্ট বিভাগ। কাপ্তাই উপজেলা সদর বড়ইছড়ি বাজার এলাকা করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতা মূলক সড়ক প্রচারে দিনব্যাপী মাইকিংয়ে মাধ্যমে তথ্য অফিস ব্যস্ত সময় কাটাচ্ছেন।

এছাড়াও স্বাস্থ্যবিধি কঠোর ভাবে অনুসরণের নির্দেশনা দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। কিন্তু নির্দেশনা পালনে তেমন আগ্রহ নেই অধিকাংশ লোকের। হাট বাজারে মাস্ক ছাড়াই ঘুরে বেড়াচ্ছেন লোকেরা। কাপ্তাই উপজেলা প্রশাসন বিষয়টি তদারকির কথা থাকলেও তাদের তেমন তৎপরতা চোখে পড়েনি। যদিও জেলা প্রশাসক পর্যটন কেন্দ্রে স্বাস্থ্যবিধি মানার নির্দেশনার কথা জানিয়েছেন।

সেখানে গিয়ে দেখা যায় বিধি বিধান তোয়াক্কা না করে বিপুল সংখ্যক পর্যটকের আনাগোনা। তবে তাদের মধ্যে স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে কোন সচেতনতাই চোখে পড়েনি। মাস্ক ছাড়া সেখানে প্রবেশের অনুমতি না থাকলেও বেশিরভাগ পর্যটকের মুখে মাস্ক দেখা যায়নি। এভাবে চলতে থাকলে সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

(আরএম/এএস/ফেব্রুয়ারি ০২, ২০২২)