খুলনা প্রতিনিধি : খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে তিনজনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় তাদের মৃত্যু হয়।

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) সকালে এ তথ্য জানা গেছে। তবে খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালে গত ২৪ ঘণ্টায় কারোনায় কোনো মৃত্যু হয়নি। এ হাসপাতালে ৪৩ জন চিকিৎসাধীন রয়েছেন।

খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় এ হাসপাতালটির করোনা ইউনিটে তিনজনের মৃত্যু হয়েছে।

মৃত ব্যক্তিরা হলেন- বাগেরহাটের মোংলার মোজাম শেখের ছেলে আনসার আলী (৬৫), কঢ়ুয়ার মালিপাঠান এলাকার হিরোন্ময়ের মেয়ে মাধুরী (৩২) এবং খুলনার তেরখাদার কুশলা গ্রামের হাজী আদিল উদ্দিনের ছেলে শহিদুল ইসলাম (৯০)।

এছাড়া করোনা ইউনিটে ভর্তি রয়েছেন ১৮ জন। আর গতকাল ৪৫ জনের নমুনা পরীক্ষায় ২২ জনের করোনা শনাক্ত হয়েছে, যার মধ্যে ৯ জন পুরুষ ও ১৩ জন নারী।

গাজী মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. গাজী মিজানুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় তার হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন ১০ জন। ১৫টি নমুনা পরীক্ষায় নতুন করে ৫ জনের করোনা শনাক্ত হয়েছে।

(ওএস/এএস/ফেব্রুয়ারি ০৩, ২০২২)