কুষ্টিয়া প্রতিনিধি : বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে দেয়ার প্রতিবাদে ২০ দলীয় জোটের নেতৃত্বে সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

আজ সকাল ৮টায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক, জেলা ২০ দলীয় জোটের যুগ্ম-আহবায়ক সাবেক এমপি অধ্যক্ষ সোহরাব উদ্দিনের নেতৃত্বে কুষ্টিয়া-ঝিনাইদহ ও কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কে বিক্ষোভ মিছিল বের হয়। এছাড়াও শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিএনপির নেতাকর্মীদের ছোট ছোট মিছিল ও পিকেটিং করতে দেখা গেছে।

সকাল থেকে দূরপাল্লাসহ আন্তঃজেলার কোন বাস ছেড়ে যায়নি। তবে নির্ধারিত সময়ে ট্রেন চলাচল করতে দেখা গেছে।

এদিকে শহরের বেশিরভাগ দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। তবে সরকারি ও বেসরকারি অফিস, ব্যাংক ও বীমার কাজ চলছে স্বাভাবিক।

কুষ্টিয়ার পুলিশ সুপার প্রলয় চিসিম জানান, বিএনপির হরতালে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেজন্য শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। পাশাপাশি র‌্যাবের টহলও অব্যাহত রয়েছে।

এদিকে হরতালে নাশকতা ঠেকানোর জন্য রাতভর অভিযান চালিয়ে জামায়াত, শিবির, বিএনপিসহ অঙ্গ সংগঠনের ৪৬ নেতাকে আটক করেছে জেলা পুলিশ।

(কেকে/এনডি/সেপ্টেম্বর ২২, ২০১৪)