নূরুল আমিন খোকন, ফেনী : ফেনীর ফুলগাজীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ও ৩ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। রবিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে ফুলগাজী উপজেলার হাসানপুর নামক স্থানে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও থানাসূত্র জানায়, পরশুরাম থেকে ১টি মোটর সাইকেল ২জন আরোহী নিয়ে ফেনীর অভিমুখে রওয়ানা হয়, পথিমধ্যে হাসানপুর নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে ছুটে আসা আরেকটি মোটর সাইকেলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দরবারপুর গ্রামের আবু ইউসুফের ছেলে আদনান অন্তর (২০) নামে এক যুবকের মৃত্যু হয়। এছাড়াও ফেনীর মোটবী এলাকার ২ জন গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের মধ্যে এয়ার আহমদের ছেলে মুহাম্মদ নাদিম (২২) কে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যায়। বাকি দুইজন একই এলাকার জয়নাল আবদিনের ছেলে আরমান (২২) এবং নুর মোহাম্মদের ছেলে আশিক (২১) ফেনী সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এ ব্যাপারে ফুলগাজী থানার উপ-পরিদর্শক সঞ্জয় দত্ত জানান, প্রাথমিকভাবে পরশুরামের ১ জনের খোঁজ পাওয়া যায়নি। তবে ২ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

ফুলগাজী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ মঈনুদ্দীন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ২ জন নিহত হওয়ার খবর ও ৩ জন আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে।

(এনকে/এসপি/ফেব্রুয়ারি ০৭, ২০২২)