নূরুল আমিন খোকন, ফেনী : ফেনীর দাগনভূঞায় কৃষি জমি থেকে মাটি কেটে ইট ভাটায় বিক্রয় করার অপরাধে আল জাবের নামে এক মাটি বিক্রেতা ও ইটভাটা মালিকের ৮০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১২ ফেব্রুয়ারি) রাতে পৌরসভার ৪ নং ওয়ার্ডের জগতপুরে অভিযান চালিয়ে এই জরিমানা আদায় করেন দাগনভূঞা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গাজালা পারভীন রুহী।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, দীর্ঘদিন ধরে এক শ্রেণীর দালালদের মাধ্যমে অসাধু লোকজন কৃষি জমির উর্বর মাটি কেটে ইটভাটা মালিকদের নিকট বিক্রি করে আসছে, এমন সংবাদের ভিত্তিতে প্রশাসন অভিযান চালিয়ে ঘটনার সত্যতা পেয়ে আল জাবের নামে এক ব্যক্তিকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪ (খ) ধারা লঙ্ঘনের অপরাধে ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং এনবিএমসি ইটভাটা মালিককে কৃষি জমি থেকে মাটি সংগ্রহ করার অপরাধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর ৫ ধারা লঙ্ঘন করায় ১৫(১) ধারা অনুযায়ী ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এসময় এক পিকআপ মাটি জব্দ করা হয়।

দাগনভূঞা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গাজালা পারভীন রুহী বলেন, কৃষি জমির উর্বর মাটি রক্ষায় জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

(এনকে/এসপি/ফেব্রুয়ারি ১৩, ২০২২)