নূরুল আমিন খোকন, ফেনী : ফেনীর সোনাগাজীতে প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে সোনাগাজী মডেল থানা পুলিশ।

মামলার এজাহার ও পুলিশসুত্র জানায়, এই প্রতারক চক্রটি ধনাঢ্য ব্যক্তি বা প্রবাসীদের টার্গেট করে বিভিন্ন মাধ্যম থেকে তাদের ফোন নাম্বার সংগ্রহ করে, পরে মেয়েলী কণ্ঠে কথা বলে সম্পর্ক গড়ে তোলে। পরবর্তীতে ফেসবুকে বন্ধুত্ব করে সাক্ষাতের কথা বলে ডেকে এনে তাদের কাছ থেকে নগদ টাকা ও মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয়।

প্রতারক চক্রটি শুক্রবার (১১ ফেব্রুয়ারি) কুয়েত প্রবাসী একজনের সাথে বন্ধুত্ব করে ফেনী থেকে দেখা করার কথা বলে সোনাগাজীতে নিয়ে আসে। পরে প্রবাসী ওই ব্যক্তিকে তাদের পছন্দ মত জায়গায় নিয়ে মারধর করে নগদ টাকা, মোবাইল সেট সহ মূল্যবান জিনিসপত্র হাতিয়ে নেয়।

এরকম অভিযোগের ভিত্তিতে সোনাগাজী মডেল থানা পুলিশ প্রতারক চক্রের ১/ মোঃ তারেকুর রহমান (২৩), পিতা- মোঃ আব্দুল সোবহান, ২/ আব্দুল আজিজ (২৩), পিতা- মোঃ ইব্রাহিম, উভয় সাং- মধ্যম সুজাপুর ও ৩/ সাইফুল ইসলাম সাকিব (১৮), পিতা- নুরুল ইসলাম দুলাল, সাং- চরগণেশ, এই ০৩ জনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে।

(এনকে/এসপি/ফেব্রুয়ারি ১৩, ২০২২)