মো. সিরাজ আল মাসুদ

নীরা,
আমিতো শিকড় খুঁড়ে
মূল অব্দি পৌঁছে গেলাম
শাখা-প্রশাখা বিস্তৃত
তোমার ঠাঁই দাঁড়িয়ে থাকা
তোমার সালোকসংশ্লেষ
তোমার এই যে বেড়ে ওঠা
দেখবো বলে!

নীরা,
তোমার নিজেকে সমর্পণ
মুঠোফোনে আদিঅন্ত
তোমার শ্বাসপ্রশ্বাসের মৃদু কম্প
রসালো যৌবন আলাপন
আমার তুচ্ছ মনোনিবেশ

নীরা,
যে কায়া হৃদয় ছুঁতে ব্যাকুল
তাকে তোমার লোভাতুর করে তোলা
শরীরের ঘ্রাণ ছুঁড়ে দেওয়া
নিকষ অন্ধকারে ঢিল ছোঁড়ার ন্যায়

নীরা,
আমার যমজ চোখ জানে
আমার হৃদয় জানে
আমার অঙ্গ জানে
শুধু তোমার কখনও জানা হয় নি
কিবা জানতে চাও নি
আমার হৃদয়ঙ্গমের তুচ্ছ বাহানা

নীরা,
বাসি গোলাপ ছুঁয়ে দিতে ঘেন্না করে
মাড়িয়ে যেতেও
বাসি মনও
তুমিতো জ্ঞাত নও
আমি নিরেট তোমার শুদ্ধটুকু আঁকড়েই
পেরিয়ে গেলাম ঊনিশ বসন্ত

নীরা,
যেদিন প্রথম বসন্তের হাওয়া
উর্বর শ্বাস
মুছে ফেলতে পারবো
সেদিন খদ্দের হবো
তোমার আধ ভেজানো দরজায়

নীরা,
হয়ত ফিরবো বারবার
শরাবের পেয়ালায় ভেজা ঠোঁটে
জলন্ত সিগারেটের কুন্ডুলি ছেড়ে
ছাই ফেলবো তোমার রুপোর এস্ট্রেতে

নীরা,
ফিরবো একদিন
তবে সে দিনটা ঠিক আমার জানা নেই
ফিরবো ক্যালেন্ডারের কোন পাতায়
নীল কালিতে এঁকে রেখো
একটি ধ্বংসের ইতিবৃত্ত।