লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি : নড়াইল জেলা বিএনপি'র সভাপতি ও সাধারণ সম্পাদকের মদদে লোহাগড়া উপজেলা বিএনপির আহবায়ক ও সদস্য সচিব বিভিন্ন ইউনিয়নে উপস্থিত না হয়ে ঘরে বসে পকেট কমিটি গঠনের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ইতনা ইউনিয়নের পদবঞ্চিত বিএনপির নেতা-কর্মীরা ইতনা চৌরাস্তায় এ মানববন্ধন ও প্রতিবাদ সভা করেন।

এ সময় বক্তব্য রাখেন নড়াইল জেলা মহিলাদলের সাধারণ সস্পাদক ছালেহা বেগম,লোহাগড়া পৌর মহিলা দলের সভাপতি ও পৌর কাউন্সিলার খালেদা বেগম, ইতনা ইউপি বিএনপির সাবেক সাধারণ সস্পাদক রইচ উদ্দিন পলু, বিএনপি নেতা শেখ আইযুব আলী, ডাঃ শেখ শহিদুল ইসলাম,মোল্যা তানভীর রহমান, তরিকুল ইসলাম,বাবুল শিকদার প্রমুখ। বক্তারা বলেন,বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্দেশ না মেনে উপজেলা বিএনপির আহবায়ক জিএম নজরুল ইসলাম ও সদস্য সচিব কাজী সুলতানুজ্জামান সেলিম ঘরে বসে পকেট কমিটি করেছে। আমরা এ কমিটি মানি না ।

এ ব্যাপরে বিএনপির লোহাগড়া উপজেলা আহবায়ক কমিটির সদস্য সচিব কাজী সুলতানুজ্জামান সেলিম বলেন , দলের নিয়ম ও গঠনতন্ত্র মোতাবেক কমিটি করা হয়েছে। দলের কিছু বহিস্কৃত লোক উস্কানী দিয়ে বিভিন্ন ইউনিয়নে এই কাজগুলি করছে , এতে দলের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে বলে তিনি জানান।

(আরএম/এএস/ফেব্রুয়ারি ১৬, ২০২২)